Lok Sabha Vote:ভোটের দিন দফায় দফায় আক্রান্ত দিলীপ ঘোষ, মন্তেশ্বরের পর বর্ধমানেও ভাঙা হল কনভয়ের গাড়ি
ABP Ananda LIVE: ভোটের (lok sabha election)দিন দফায় দফায় আক্রান্ত দিলীপ ঘোষ(dilip ghosh)। মন্তেশ্বরের পর বর্ধমানেও ভাঙা হল বিজেপি(BJP) প্রার্থীর কনভয়ের গাড়ি। ইটের ঘায়ে আহত নিরাপত্তারক্ষীরা। মন্তেশ্বরের তুল্লাবাজারে তুলকালাম। দিলীপ ঘোষকে ঘিরে লাঠিহাতে বিক্ষোভ তৃণমূলের। কনভয়ের গাড়ি ভাঙচুর, হাতাহাতি। কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। রিপোর্ট চাইল কমিশন। চাকদায় তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। জগন্নাথ সরকারকে দেখে গোব্যাক স্লোগান।বুথ জ্যামের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলে উত্তেজনা।
Tags :
LOk Sabha 2024 Lok Sabha Chunav Lok Sabha Election 2024 Live Updates General Elections Lok Sabha Election Phase 4 Phase 4 Poll Dates 4th Phase Polling