Lok Sabha Election: ক্যানিংয়ের গোলাবাড়িতে ভোটারদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ TMC-র বিরুদ্ধে

Continues below advertisement

ABP Ananda LIVE: ক্যানিংয়ের গোলাবাড়িতে ভোট (lok sabha election)দিতে যাওয়ার সময় ভোটারদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের(tmc) বিরুদ্ধে।শেষ দফার ভোট, বাংলার ৯ আসনে নির্বাচন। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদমে ভোট। ডায়মন্ড হারবার, বসিরহাট, বারাসাতেও ভোট।  যাদবপুর, জয়নগর, মথুরাপুরেও লোকসভা নির্বাচন। বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। সপ্তম দফায় মোট ১৭ হাজার ৪৭০ বুথে ভোট । সপ্তম দফায় স্পর্শকাতর বুথ ৩ হাজার ৭৪৮। সপ্তম দফায় ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। শেষ দফার ভোটে কলকাতায় বাড়তি নজরদারি।
কলকাতার ৭২টি বহুতল থেকে নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। সপ্তম দফায় ৯ কেন্দ্রে ১ হাজার ৯৫৮ কিউআরটি। কলকাতা: ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৬০০ কিউআরটি। বসিরহাট: ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৭৫। বারাসাত: ১৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ৩৫১। দমদম: ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ২০৪। ডায়মন্ড হারবার: ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৬৯। মথুরাপুর: ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৬৬। জয়নগর: ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৬৬। ভোট পর্ব মেটার পরও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ৬ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram