Lok Sabha Election 2024: বরানগরে তৃণমূল বিজেপি হাতাহাতি। ABP Ananda Live
Lok sabha Election 2024: বরানগরে তৃণমূল (TMC News)-বিজেপি (BJP News) হাতাহাতি। বিজেপির (BJP News) পথসভার পাশ দিয়ে তৃণমূলের (TMC News) মিছিল যাওয়ার সময় তুলকালাম। বরানগর বিধানসভার (West Bengal Assembly By Election) বিজেপি প্রার্থীর সামনেই দু'দলের সমর্থকদের হাতাহাতি। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল-বিজেপির। লোকসভা ভোটের (Lok sabha Election) প্রচারের মধ্যেই হাতাহাতি বিজেপি এবং তৃণমূলের (TMC)। বরানগরে প্রবল উত্তেজনা। ঘটনাস্থলে বরানগর উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ (Sajal Ghosh)। হাতাহাতির খবর পেয়ে পৌঁছয় পুলিশ। এর আগে বরানগর উপনির্বাচনকে (West Bengal Assembly By Election) কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বারংবার। বিজেপি প্রার্থী সজল ঘোষের বিরুদ্ধে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। ABP Ananda Live