Bhangar News: শেষ দফার ভোটের আগেই TMC বনাম আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়, গ্রেফতার ২ আইএসএফ কর্মী

Continues below advertisement

Lok Sabha Election 2024: ভোটের (Lok Sabha Election)মুখে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে (TMC-ISF Clash)ফের উত্তপ্ত ভাঙড়। গতকাল রাতে ভোগালি এলাকায় পরপর দুটি বোমা পড়ে। পুলিশ সূত্রে খবর, বোমাবাজিতে ৫ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইএসএফ-এর অভিযোগ, গতকাল রাতে বাড়ি বাড়ি গিয়ে দলের কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছিলেন তৃণমূলের কর্মীরা। লালবাজারে সেই অভিযোগ জানানোর পরই, তাঁদের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ তোলে তৃণমূল

: ৫ বছর পর ফের ইডির (ED) রাডারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব। ৫ জুন ঋতুপর্ণাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য তলব, খবর ইডি সূত্রের। ED-র তলব প্রসঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া দিতে চাননি। ২০১৯-এর ১৮ জুলাই রোজভ্য়ালি মামলায় ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করে ইডি রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার টালিগঞ্জের অভিনেত্রীকে তলব করল ED। ৫ জুন, সল্টলেকের CGO কমপ্লেক্সে ডাকা হয়েছে ঋতুুপর্ণা সেনগুপ্তকে। ED সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য টালিগঞ্জের এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি। এর আগে ২০১৯ সালের জুলাই মাসে রোজভ্যালি মামলায় তলব করা হয়েছিল ঋতুুপর্ণা সেনগুপ্তকে। সেই সময় হাজিরা দিয়েছিলেন অভিনেত্রী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram