Arjun Singh: অর্জুন সিংহ মনোনয়নপত্রে তাঁর দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করেছে বলে অভিযোগ শাসকদলের
ABP Ananda LIVE: মনোনয়ন পত্রে তথ্য গোপন করেছেন ব্যারাকপুরের (Barackpore)বিজেপি (bjp)পার্থী অর্জুন সিংহ(Arjun Singh)। এই অভিযোগ তুলে পঞ্চম দফার (lok sabha election 5th phase)ভোটের আগে মাঠে নামল তৃণমূল। অর্জুন সিংহের বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শাসকদল। অর্জুন সিং মনোনয়নপত্রে তাঁর দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করেছে বলে অভিযোগ শাসকদলের। আরও খবর, হাতে রাখেন ১৫ লাখ। ব্যাঙ্কে কোটি। ভবিষ্যতের কথা ভেবে লগ্নি করে শেয়ার এবং মিউচুয়াল ফান্ডে। সব মিলিয়ে কত সম্পত্তির অধিকারী ঘাটালের বিজেপি প্রার্থী? হিরণের বিষয়-আশয় আজকের আয়-ব্যয়ে। ৩ মে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। মনোনয়নের সঙ্গে হলফনামা আকারে দিয়েছেন নিজের সম্পত্তির হিসেব। সেই হলফনামা অনুযায়ী ২০২২- ২০২৩ সালে হিরণ আয় করেছেন ৫ লক্ষ ৪২ হাজার ৫৭০ টাকা। ওই বছর তাঁর স্ত্রী আয় করেছেন ৫ লক্ষ ৪৭ হাজার ১০০ টাকা। মনোনয়নের পেশের সময় প্রার্থীর হাতে নগদ ছিল ১৫ লক্ষ টাকা, এবং স্ত্রীর হাতে ছিল ১২ লক্ষ টাকা। ব্যাঙ্কে হিরণের সঞ্চয় ১ কোটি ৬৪ লক্ষ ৬২ হাজার ২৭৬ টাকা। স্ত্রীর আছে ৯৪ লক্ষ ২৬ হাজার ২৭৭ টাকা।