Mamata Banerjee: 'মেদিনীপুরের সাংসদকে কেন সরিয়ে দিল বিজেপি', দিলীপ ঘোষের আসন বদল নিয়ে প্রশ্ন মমতার

Continues below advertisement

ABP Ananda LIVE: কেন দিলীপ ঘোষের(dilip Ghosh) আসন বদল? প্রশ্ন তুললেন মমতা (mamata banerjee)। 'মেদিনীপুরের সাংসদকে কেন সরিয়ে দিল বিজেপি'(BJP)। 'কেন আরেক বার প্রার্থী করে যাচাই করলেন না কেন?' দিলীপ ঘোষের আসন বদল নিয়ে প্রশ্ন মমতার। দাঁতনের সভা থেকে আরএসএসকেও নিশানা মমতার। 'আগে ওদের মধ্যে অনেক ভাল লোক ছিল'। 'আগে আমি ভাবতাম আরএসএস মানে ত্যাগী, এখন দেখছি ভোগী'।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram