Kunal Ghosh: পদ থেকে অপসারণের পর এবার তারকা প্রচারকের তালিকা থেকে বাদ কুণাল ঘোষের নাম
ABP Annada LIVE: তৃণমূলে (TMC)আর 'তারকা' প্রচারক নন কুণাল ঘোষ। এবার তারকা প্রচারকের তালিকা থেকে কুণাল ঘোষের নাম বাদ দিল তৃণমূল কংগ্রেস। পদ থেকে অপসারণের পর এবার তারকা প্রচারকের তালিকা থেকে বাদ । লোকসভা ভোটে (Lok Sabha election 2024)তৃণমূল কংগ্রেসের প্রথম চার দফার তারকা প্রচারকের তালিকায় নাম ছিল কুণাল ঘোষের। তৃণমূলের পঞ্চম দফার তালিকায় ৪০ জন তারকা প্রচারক, নাম নেই কুণালের।