Lok Sabh Election 2024: ভোটের ফল ৪ জুন, নানুরে আজ বিজয় মিছিল তৃণমূল কংগ্রেসের। ABP Ananda Live
Continues below advertisement
Lok Sabha Election: সোমবার শেষ হয়েছে চতুর্থ দফার নির্বাচন (LOk Sabha Election 2024), ভোটের ফল ৪ জুন। গতকাল বীরভূম, বোলপুরের ভোটের পর নানুরে আজ বিজয় মিছিল তৃণমূল (TMC) কংগ্রেসের। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নেতৃত্বে তৃণমূলের বিজয় মিছিল। 'বোলপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল ২ থেকে ৩ লক্ষ ভোটে জয়লাভ করবে। বীরভূমে শতাব্দী রায় (Shatabdi Roy) ১ থেকে ২ লক্ষ ভোটে জিতবে, দাবি কাজল শেখের। ৪ তারিখ ভোটের বাক্স খুললে চারদিকে জোড়াফুল, বিরোধীরা দেখবে সর্ষেফুল, দাবি কাজল শেখের। ABP Ananda Live
Continues below advertisement