Lok Sabha Election 2024: স্ট্রং রুমে ব্যালট বক্স ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা, CC ক্যামেরায় চলছে নজরদারি

Continues below advertisement

মঙ্গলবার লোকসভা ভোটের গণনা। তার আগে স্ট্রং রুমে ব্যালট বক্স ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। CC ক্যামেরায় ২৪ ঘণ্টা চলছে নজরদারি। অন্যদিকে, রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি কাউন্টিং সেন্টার তৈরি করা হয়েছে। গণনা কেন্দ্রে থাকবেন মাইক্রো অবজার্ভার-সহ ২৫ হাজার গণনা কর্মী।

প্রায় দেড়মাস ধরে দেশের ৫৪৩টি লোকসভা আসনে সাত দফায় ভোট হয়েছে। তার মধ্যে রাজ্যের আসন সংখ্যা ৪২।ভোট ঘিরে নানা জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। কোথাও পুকুরে ফেলা হয়েছে EVM.কোথাও ব্যালটে কারচুপির অভিযোগ উঠেছে। ভোটপর্ব শেষে এবার ভোট গণনার পালা। ৪ জুন ভোটের ফল ঘোষণা। নির্ধারিত হবে রাজ্যে ৫০৭ জন প্রার্থীর ভাগ্য। তার আগে বিভিন্ন জায়গায় স্ট্রং রুম তৈরি করে ব্যালট বক্স রাখা হয়েছে। চারপাশে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। CC ক্যামেরায় ২৪ ঘণ্টা চলছে নজরদারি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram