Lok Sabha Election 2024: হুগলির BJP প্রার্থীকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ TMC-র,লকেট-অসীমা স্লোগান-যুদ্ধ

Continues below advertisement

ABP Ananda LIVE: ধনেখালিতে(dhaniakhali) চোর-ডাকাত তরজা। মাঝে কেন্দ্রীয় বাহিনী, মুখোমুখি হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়(locket chatterjee) ও ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র(Asima Patra)। হুগলির বিজেপি প্রার্থীকে দেখে চোর চোর, গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। আসল জায়গায় পা দিয়েছি, তাই রাগ, অসীমা চোর, কটাক্ষ করেন লকেট। লকেটকে ডাকাত বলে পাল্টা আক্রমণ করেন ধনেখালির তৃণমূল বিধায়ক।  ধনেখালির (dhaniakhali)পর চন্দননগর(Chandannagar), ফের লকেটকে ঘিরে বিক্ষোভ। চন্দননগরে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে (Locket chatterjee)ঘিরে বিক্ষোভ। ১৭৮ ও ১৭৯ নম্বর বুথে যেতেই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। লকেটকে দেখেই জুতো হাতে তেড়ে গেলেন তৃণমূল কর্মীরা। লকেটকে 'জয় বাংলা' স্লোগান তৃণমূলের, পাল্টা 'জয় শ্রীরাম' স্লোগান বিজেপির।                  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram