Adhir Chowdhury: 'পশ্চিমবঙ্গে পার্টিকে রক্ষার লড়াই, এই লড়াই আমরা থামাতে পারি না', স্পষ্ট বললেন অধীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের প্রকাশ্যে এল কংগ্রেসের দ্বিমত। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাঁকে খাতির করব, তা তো হতে পারে না। এই বলে ফের সুর চড়ালেন অধীর চৌধুরী। যদিও প্রদেশ সভাপতিকে কড়াবার্তা দিয়ে মল্লিকার্জুন খাড়গে বললেন - অধীররঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন।
ইন্ডিয়া জোটের সরকার তৈরি হলে, তাতে থাকবেন কি থাকবেন না, তা নিয়ে সম্প্রতি একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিতর্ক জোরালো হতেই ২৪ ঘণ্টার মধ্যে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন তৃণমূল নেত্রী।
এরপরই অধীর চৌধুরীকে কার্যত হুঁশিয়ারি দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি।
এ প্রসঙ্গে অধীর স্পষ্ট বলেন, "আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাঁকে খাতির করব তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনও ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমরা থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন সৈনিক।"