Lok Sabha Election 2024: 'দেব নিজে ভাল মানুষ বলে ভাল ভাল পরামর্শ দেয়', বললেন রচনা | ABP Ananda LIVE
ABP Ananda LIVe: 'প্রচুর মানুষ দেবকে (Dev)ভালবাসে, তাই দেব থাকলে আমার সুবিধা বেশি। দেব মাঝে মাঝেই পরামর্শ দেয়, বলে যে মন থেকে কথা বলেব, সব ভাল করে কথা বলবে। দেব নিজে ভাল মানুষ বলে ভাল ভাল পরামর্শ দেয়। দেব সবসময় পজিটিভ কথা বলে ওর চিন্তাভাবনাও খুব পজিটিভ', বললেন রচনা(Rachna Banerjee)।