Bhangar Bombing: ভাঙড়ের সাতুলিয়া এলাকায় রাতভর বোমাবাজি, উদ্ধার বোমা, লাঠিচার্জ পুলিশের
Continues below advertisement
যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট শুরুর আগেই ভাঙড়ের সাতুলিয়া এলাকায় রাতভর বোমাবাজি। উদ্ধার তাজা বোমা। ISF-কে ভয় দেখাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ উঠল। লাঠিচার্জ করে জমায়েত হঠায় পোলেরহাট থানার পুলিশ।
অন্যদিকে, তৃণমূল-ISF খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়ের ফুলবাড়ি এলাকা। বুথে এজেন্ট বসাতে গেলে ISF কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ ISF-এর বিরুদ্ধেও উঠেছে। ঘটনায় আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন আহত। ঘটনাস্থলে পুলিশ বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর দেখা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন যাদবপুরের ISF প্রার্থী নুর আলম খান।
Continues below advertisement