Lok Sabha Election: ভাঙড়ে চরম অশান্তি, ভোটারদের ভোট দানে বাধা, সকাল থেকেই ধুন্ধুমার
বুথে এজেন্ট বসানোকে কেন্দ্র করে ভাঙড়ের নলমুড়িতে ISF-তৃণমূল খণ্ডযুদ্ধ। মাথা ফেটেছে উভয়পক্ষের বেশ কয়েকজনের। পুলিশকে ধরে বিক্ষোভ দেখান ISF কর্মী, সমর্থকরা। ঘটনাস্থলে কলকাতা পুলিশের অ্যাডিশনাল CP শুভঙ্কর সিন্হা
যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট শুরুর আগেই ভাঙড়ের সাতুলিয়া এলাকায় রাতভর চলল বোমাবাজি। উদ্ধার হল তাজা বোমা। ISF-কে ভয় দেখাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ উঠেছে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। পাল্টা লাঠিচার্জ করে জমায়েত হঠায় পুলিশ। ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন। ঘটনাস্থলে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তৃণমূল-ISF খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়ের ফুলবাড়ি এলাকা। বুথে এজেন্ট বসাতে গেলে ISF কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ ISF-এর বিরুদ্ধেও উঠেছে। ঘটনায় আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন। কেন্দ্রীয় বাহিনীর দেখা না মেলায় ক্ষোভপ্রকাশ করেছেন যাদবপুরের ISF প্রার্থী নুর আলম খান।