Lok Sabha Election: 'আপনারা না থাকলে এতক্ষণে মেরে ফেলত আমায়', আতঙ্কে ফলতার বিজেপি প্রার্থী

ফলতায় বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে ঘিরে বিক্ষোভ। 'আপনারা না থাকলে এতক্ষণে মেরে ফেলত আমায়', আতঙ্কে ফলতার বিজেপি প্রার্থী। 

সোদপুরের মুড়াগাছায় আক্রান্ত সিপিএম এজেন্ট, এজেন্টের বাড়িতে যান দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। অভিযোগ, সারারাত বাড়ি ঘিরে রেখে হুমকি দেওয়া হয়।সকালে গিয়ে এজেন্টকে বুথে বসান সুজন। দমদমের প্রার্থীর উদ্দেশে গো ব্যাক স্লোগান দেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের তৃণমূল সদস্যা সোমা ঘোষ। 

এজেন্ট বসিয়ে দমদম লোকসভার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত চলে যাওয়ার পর উত্তেজনা ছড়াল নিমতার রামপ্রসাদ নগরে ১৪১ নম্বর বুথে। এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ পেয়ে ওই বুথে যান শীলভদ্র। তিনি বেরিয়ে যেতেই তাঁর নির্বাচনী এজেন্টের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বেধে যায়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola