Dev: 'তিন মাস ধরে মিথ্যে বলে বলে কাটালেন, আজও হেডলাইনে থাকার চেষ্টা করছেন', আক্রমণ দেবের

Continues below advertisement

ABP Ananda LIVE: 'তিন মাস ধরে মিথ্যে বলে বলে কাটালেন। আজও হেডলাইনে থাকার চেষ্টা করছেন। ওঁকে শুভেচ্ছা। অন্য প্রার্থীদেরও শুভেচ্ছা। ঘাটালের মানুষজনকে বলব, পছন্দের প্রার্থীকে ভোট দিন।' কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের হাতে বিক্রি হয়ে গিয়েছে বলে দাবি করেন হিরণ। দেবের (dev)দাবি, আজ সারাদিন এসবই চলবে। মানুষকে ভোটাধিকার (lok sabha lection)প্রয়োগে আহ্বান জানান দেব।আরও খবর, কেশপুরে এজেন্টদের ভয় দেখানো হচ্ছে, অভিযোগ ঘাটালের বিজেপি প্রার্থী। গ্রামে এজেন্টদের বাড়ি থেকে নিয়ে এসে বুথে বসালেন হিরণ চট্টোপাধ্যায়। তৃণমূলের লোক এজেন্টকে মেরে তাড়িয়ে দিয়েছিল, আপনারা কোথায় ছিলেন, বুথে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন ঘাটালের বিজেপি প্রার্থীর। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী আর তৃণমূল কংগ্রেস একসঙ্গে নেমে পড়েছে তাঁকে হারাতে। কিন্তু মানুষ ভোট দিয়ে তাঁকে জেতাবে। মোদিকে জেতাবে। কারণ আসলে এটা মোদিজির ভোট। দাবি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram