Lok Sabha Election: ভোট শান্তিপূর্ণ করার উদ্দেশ্য়ে, ৩২৪টি স্পেশাল কুইক রেসপন্স টিম থাকছে শেষ দফায়

Continues below advertisement

শেষ দফা ভোট শান্তিপূর্ণ করার উদ্দেশ্য়ে বিশেষ উদ্য়োগ কলকাতা পুলিশের। কলকাতা পুলিশ সূত্রে খবর, ৩২৪টি স্পেশাল কুইক রেসপন্স টিম থাকছে শেষ দফার ভোটে। পাশাপাশি ভোট চলাকালীন DEO কাছে অভিযোগ আসলে, ১০ মিনিটের মধ্য়ে QRT টিম পৌঁছে সামাল দেবে পরিস্থিতি। কলকাতা পুলিশের প্রত্য়েকটি ডিভিশনে থাকবে ৩২ টি করে স্পেশাল QRT। শুধু ভাঙড়ে ডিভিশনেই থাকছে ৩৬টি টিম।

অন্য়দিকে, ভোটের দিন শহর জুড়ে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।যার মধ্য়ে ৭২টি টিম থাকবে নাইট পেট্রোলিংয়ের দায়িত্বে। এদিকে স্ট্রং রুমে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, ভোটের দিন যে কোনও জায়গা থেকে DEO কাছে অভিযোগ আসলে, ১০ মিনিটের মধ্য়ে QRT টিম পৌঁছে সামাল দেবে পরিস্থিতি। পাশাপাশি, ভোটের আগের দিন সকাল ৬.৩০ থেকে শহরে টহল দেবে বাহিনী। ভোটের দিন ভোর ৫.৩০ থেকে EVM স্ট্রংরুমে পৌঁছনো পর্যন্ত তৎপর থাকবে এই টিম।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram