Lok Sabha Election: 'পুরো ঝাড়গ্রামকে সন্দেশখালি বানিয়ে রাখছে তৃণমূল', ভোটের দিন বিস্ফোরক অভিযোগ BJP প্রার্থীর
ঝাড়গ্রাম লোকসভার গড়বেতায় ধুন্ধুমার। বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী প্রণত টুডু। বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়ি ভাঙচুর। ইট-পাথরের ঘায়ে মাথা ফাটল প্রার্থীর নিরাপত্তারক্ষীর। যে জায়গায় বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়ি ভাঙচুর হয়েছে, নিরাপত্তারক্ষী আক্রান্ত হলেন, গড়বেতার সেই জায়গাটি ঝাড়গ্রাম লোকসভার মধ্যে পড়লেও, এটি পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে পড়ে। আক্রান্ত এবিপি আনন্দ, ভাঙচুর এবিপি আনন্দর গাড়ি। ১৯৮ ও ২০০ নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ।