Mahua Moitra, TMC News: গণনায় এগিয়ে যেতেই রিলাক্স মুডে মহুয়া মৈত্র, সাইকেলে চেপে ঘুরলেন কৃষ্ণনগর
Continues below advertisement
কৃষ্ণনগরে ৬৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। কৃষ্ণনগরে ভোটের দিনে রিলাক্স মুডে তৃণমূল প্রার্থী। সাইকেলে চেপে ঘুরলেন সংসদীয় এলাকা। বিজেপি এগিয়ে ১০টি আসনে। তৃণমূল এগিয়ে ৩১টি আসনে। কংগ্রেস এগিয়ে ১টি আসনে, হাতখালি বামেদের। উনিশের থেকেও শক্তি বাড়াল তৃণমূল। ব্যুমেরাং সন্দেশখালি, বাংলায় বিজেপির হাত খালি।
Continues below advertisement