Mamata Banerjee: চালসায় তাঁর কনভয়ের সামনে চোর স্লোগান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী
ABP Ananda LIVE: চালসায় (Chalsa) তাঁর কনভয়ের সামনে চোর স্লোগান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তুললেন জিভ টেনে আনার প্রসঙ্গ। আর তা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা নিশানা করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
Tags :
ABP Ananda LIVE BJP Tmc News Narendra Modi Election Commission /West Bengal Lok Sabha Election Tmc Meeting