Mamata Banejee: 'বোমা-টোমা ফাটানোর কথা বলছে, আমি ও অভিষেক টার্গেট', মন্তব্য মুখ্যমন্ত্রীর
West Bengal News: শুভেন্দুর (Suvendu Adhikari) 'বোমা' হুঁশিয়ারি, প্রাণ সংশয়ের আশঙ্কা মমতার (Mamata Banerjee)। 'ওরা আমাদের জীবন নিয়েও নিতে পারে'। 'আমাকে ও অভিষেককে টার্গেট করেছে'। 'পুলওয়ামার মতো চক্রান্ত করছে, এই চক্রান্ত ভেঙে দেব'। বিরোধী দলনেতাকে ফের গদ্দার বলে আক্রমণ মুখ্যমন্ত্রীর। পিএম কেয়ারের টাকা কোথায় গেল গদ্দার?, আক্রমণে মমতা। ABP Ananda Live