Lok Sabha Election: ধনেখালিতে চোর-ডাকাত তরজা,হুগলির বিজেপি প্রার্থীকে দেখে চোর চোর, গো ব্যাক স্লোগান

ABP Ananda LIVE: রাতে বিজেপি নেতার গাড়ি থেকে অস্ত্র-টাকা উদ্ধার, দিনে কোথাও বিক্ষোভ, তো কোথাও শাসক-বিরোধী জনপ্রতিনিধিদের মধ্যে তুমুল বিবাদ। পঞ্চম দফার ভোটে এভাবেই উত্তেজনা ছড়াল হুগলির তিন লোকসভা কেন্দ্রে। তবে সবার নজর কেড়ে নিয়েছিল ধনেখালির মইদিপুরের ১৫৯ নম্বর বুথ। কী হয়েছিল সেখানে, দেখুন। আরও খবর, : রাজ্যপালের (CV Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, সাক্ষী হিসেবে রাজভবনের ৪ কর্মীকে ডাকল পুলিশ। রাজভবনের ৪ কর্মীকে সাক্ষ্য দিতে ডাকা হল হেয়ার স্ট্রিট থানায়। FIR-এ নাম রাজ্যপালের OSD-র, রবিবার হাজিরা এড়ানোর পর চাইলেন সময়। রবিবার হাজিরা এড়ানোর পর আগামীকাল রাজ্যপালের OSD-কে ফের তলব। হাজিরা দিতে সময় চেয়ে কলকাতা পুলিশকে ই-মেল রাজ্যপালের OSD-র। শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে কাল রাজভবনের আরও ২ কর্মীকে তলব। রবিবার হাজিরা এড়ানোর পর আগামীকাল ফের তলব পুলিশের। অন্যদিকে, ভোটার তালিকা থেকে নাম বাদ বাবুন বন্দ্যোপাধ্যায়ের (Babun Banerjee) । এবার হাওড়া (Howrah) থেকে ভোট দেওয়ার জন্য নাম ট্রান্সফারের আবেদন করেছিলেন। কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় ভোট দিতে পারেননি তিনি। কেন নাম বাদ পড়ল বুঝতে পারছি না। প্রতিক্রিয়া বাবুনের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola