Rahul Gandhi: উত্তরপ্রদেশে দ্বিতীয় পদ্ম, বাজিমাত অখিলেশ-কংগ্রেসের, 'বড় জয়', মন্তব্য রাহুলের
'শুধু বিজেপি নয়, এজেন্সি-বিচারব্যবস্থার একাংশের বিরুদ্ধেও লড়েছি আমরা, দেশের সব জায়গাতেই আমরা একজোট হয়ে লড়েছি। ইন্ডিয়া জোটের পাশে রয়েছে দেশ', আজ বিকেল সাড়ে পাঁচটায় কংগ্রেসের সদস দফতরে সাংবাদিক বৈঠক করেন রাহুল গাঁধী। আজ বিকেল ৫.৩০ মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গাঁধী সাংবাদিক বৈঠক করেন।
Tags :
Rahul Gandhi Lok Sabha Elections 2024 CONGRESS Lok Sabha Elections Result 2024 Elections 2024 Lok Sabha Chunav Result 2024