Dilip Ghosh News: 'কোথাও একটা ভুল হয়েছে', দিলীপের পাশে বাঁকুড়ার বিজেপি বিধায়ক

'দিলীপের পাশে এবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। উনি হিমালয়ের মতো, একটা ভুল নিশ্চয়ই আমাদের হয়েছে. মন্তব্য বিজেপি বিধায়কের ।

লোকসভা ভোটে বাংলায় তৃণমূল ঝড়ের পর কি দল বদলের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতে কর্তৃত্বের বদল শুরু ? কোচবিহার লোকসভা কেন্দ্র বিজেপির হাতছাড়া হতেই জেলায় গেরুয়া শিবিরে ভাঙন। নিশীথ প্রামাণিকের খাসতালুকেই তৃণমূলে যোগ বিজেপি পরিচালিত গ্রামপঞ্চায়েতের প্রধান-সহ ১১ জন পঞ্চায়েত সদস্যর। কোচবিহার লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তাঁরা। বিজেপি পরিচালিত ১৮ আসনের ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা ৬ থেকে বেড়ে হল ১৫। বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে তাঁদের পঞ্চায়েত সদস্যদের দল বদলাতে বাধ্য করা হয়েছে।

গত ১ বছর ধরে সম্পূর্ন সময় মেদিনীপুরে দিয়েছিলাম। টাকা পয়সা সময় সব দিয়েছি। আমাকে লড়তে দেওয়া হয়নি। তার রেজাল্ট সবাই দেখে নিয়েছে। ফের আক্রমণ দিলীপ ঘোষের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola