Shashi Panja: 'প্রার্থী খুঁজে পাচ্ছিল না BJP, তাই শেষবেলায় ঘোষণা', কটাক্ষ শশীর
Continues below advertisement
ABP Ananda LIVE: 'প্রার্থী খুঁজে পাচ্ছিল না, শেষবেলায় এত চুপচাপ করে ঘোষণা করা, আত্মবিশ্বাস হারিয়েছে বিজেপি(BJP) দল। এই প্রার্থীর নাম ঘোষণার পর আড়ম্বর নেই কেন বিজেপির? নিজেরাই প্রার্থীকে অপমান করল। কীসের অপেক্ষায় এত দেরি? পশ্চিমবঙ্গে (west bengal)এককভাবে তৃণমূল (TMC)কংগ্রেসই লড়ছে। বিজেপি নিজেই আত্মবিশাসী নয়', বললেন শশী পাঁজা (Shashi Panja)।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Continues below advertisement