Lok Sabha Election: দক্ষিণ কাঁথিতে ফের উত্তেজনা, আঙুল উঁচিয়ে তেড়ে গেলেন সৌমেন্দু অধিকারী
ষষ্ঠ দফার ভোটের শেষ লগ্নে দক্ষিণ কাঁথিতে ফের উত্তেজনা। জমায়েত হঠাতে যেতেই কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ। ৮২ নম্বর বুথের কাছে জমায়েত, লাঠি উঁচিয়ে তাড়া কেন্দ্রীয় বাহিনীর। কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের। আঙুল উঁচিয়ে তেড়ে গেলেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী ।
পটাশপুরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তুমুল বচসা কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কর্মীদের পাল্টা অভিযোগ, গতকাল রাতে এসে হুমকি দিয়ে গেছে বিজেপির লোকজন। পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিককেই এবার লোকসভায় প্রার্থী করেছে দল।