Lok Sabha Election: পুরীর বিজেপি প্রার্থীর মন্তব্যের সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেস | ABP Ananda LIVE

NArendra Modi: 'নরেন্দ্র মোদির (Narendra Modi)ভক্ত প্রভু জগন্নাথ', সম্বিত পাত্রের মন্তব্যে বিতর্ক। পুরীর (Puri)বিজেপি প্রার্থীর মন্তব্যের তীব্র নিন্দা নবীন পট্টনায়কের। মোদি নিজেকে ভগবান ভাবলে, পাপের লঙ্কার পতন নিশ্চিত, আক্রমণে রাহুল। ভক্তদের ভাবাবেগে আঘাত, সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেস। মুখ ফস্কে ভুলবশত বলে ফেলেছি, বিতর্কের মুখে সাফাই পুরীর বিজেপি প্রার্থীর। আরও খবর, সম্মানহানির অভিযোগ। মুখ্যমন্ত্রীকে(Mamata Banerjee) আইনি নোটিস পাঠালেন কার্তিক মহারাজ(kartik Maharaj)। জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সোমবার বহরমপুরে মিছিলে অংশ নেন কার্তিক মহারাজ। আরও খবর, মুখ্যমন্ত্রীকে কার্তিক মহারাজের আইনি নোটিস। বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। 'মমতার মন্তব্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্মানহানি হয়েছে'। 'বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে'। বক্তব্যের স্বপক্ষে প্রমাণ দিতে হবে মুখ্যমন্ত্রীকে: কার্তিক মহারাজ । ৪ দিনের মধ্যে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কার্তিক মহারাজের। উল্লেখ্য, আইনি নোটিসের পরেও মমতার (Mamata Banerjee) নিশানায় কার্তিক মহারাজ (Kartik Maharaj)। মুর্শিদাবাদের হিংসায় জড়িত থাকার অভিযোগে তীব্র আক্রমণ। 'রেজিনগরে হিংসার নেপথ্যে ছিলেন কার্তিক মহারাজ'। 'তৃণমূলের এজেন্ট বসতে দেননি কার্তিক মহারাজ'। 'আগে অধীর করতেন, এখন বিজেপি করেন কার্তিক মহারাজ''পারলে বিজেপির প্রতীক নিয়ে ঘুরুন'ধর্মের নামে বিজেপি করার অভিযোগে ফের আক্রমণে মুখ্যমন্ত্রী। অন্য়দিকে, মুখ্যমন্ত্রীকে কার্তিক মহারাজের আইনি নোটিস। বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। 'মমতার মন্তব্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্মানহানি হয়েছে'। 'বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে'। বক্তব্যের স্বপক্ষে প্রমাণ দিতে হবে মুখ্যমন্ত্রীকে: কার্তিক মহারাজ । ৪ দিনের মধ্যে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কার্তিক মহারাজের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola