TMC News: তৃণমূলের অন্দরে ফের 'অসন্তোষ', সুদীপের প্রচার পুস্তিকায় ছবি নেই অভিষেকের; সরব দলীয় কাউন্সিলর

উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (North Kolkata Candidate Sudip Banerjee) দুটি প্রচার পুস্তিকা প্রকাশিত হয়েছে। এতগুলো পাতায় এতগুলো ছবি।সেখানে আমাদের যুব সমাজের আইকন, ক্যাপ্টেন অভিষেক বন্দোপাধ্যায়ের অন্তত একটি ছবি থাকলে ভাল হত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় । এই পরিস্থিতিতে কলকাতা উত্তরে ভোটের আগে তৃণমূলে ফের ছড়িয়ে পড়ল ছবি বিতর্ক। সুদীপের প্রচার পুস্তিকায় অভিষেকের ছবি নেই, সরব ৪৯ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর । 'প্রচার পুস্তিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা উচিত ছিল।' এটা সংশোধন করে নিলে ভাল হত।' এই ভাষাতেই সরব হলেন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। প্রচার পুস্তিকায় কী আছে দেখিনি, আমি তো জানি অভিষেকের ছবি আছে, মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola