Lok Sabha Election: বলাগড়ে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর, 'বিরক্ত' রচনা অভিযোগ জানালেন নির্বাচন কমিশনের

Continues below advertisement

বলাগড়ের তিনচরে ১২৯ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নির্বাচন কমিশনে অভিযোগ জানাব, জানালেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। 

 

ভোটের আগের রাতে সপ্তগ্রামে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল ২ লক্ষ টাকা ও দুটি আগ্নেয়াস্ত্র। আটক বিজেপি নেতা। গতকাল রাতে হুগলি লোকসভার সপ্তগ্রাম বিধানসভা এলাকায় পুলিশের নাকা তল্লাশি চলছিল। অভিযুক্ত স্বরাজ ঘোষ একমাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁকে সপ্তগ্রাম বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্ব দেয় বিজেপি। পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থাকলেও, নির্বাচন কমিশনের প্রয়োজনীয় ছাড়পত্র ছিল না। বিজেপির অভিযোগ, ভোটের কাজ থেকে আটকানোর জন্যই তৃণমূলের মদতে পুলিশ আটক করা হয়েছে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।                    

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram