Haroa TMC Clash: হাড়োয়ায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, আহত একাধিক। ABP Ananda Live

ABP Ananda Live: তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিল ঘিরে তৃণমূলের সঙ্গে তৃণমূলেরই সংঘর্ষ! হাড়োয়ায় (Haroa) মিছিল নিয়ে তৃণমূল বনাম তৃণমূল, বেশ কয়েকজন আহত। হাজি নুরুলের (Haji Nurul) সমর্থনে আদি-নব্যের জোড়া মিছিল, মুখোমুখি হতেই হামলা। আদি-নব্যের সংঘাতে লাঠি-বাঁশ-ইট নিয়ে একে অপরের বিরুদ্ধে হামলা । পাশাপাশি, কলকাতা উত্তরের (North Kolkata) SUCI প্রার্থী বিপ্লব চন্দ্র (Biplab Chandra)। আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তনী। লন্ডন থেকে MRCP।দুর্নীতিমুক্ত সমাজের স্বপ্ন নিয়ে উত্তর কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরছেন বিপ্লব। মানুষের যন্ত্রণা ঘোচানোই তাঁর জীবনের ব্রত।  আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তনী। লন্ডন থেকে MRCP... বিলেত ফেরত ডাক্তার এবার লড়াই করছেন ভোটের ময়দানে। তিনি বিপ্লব চন্দ্র। কলকাতা উত্তরের SUCI প্রার্থী। বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola