Lok Sabha Elections 2024: নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কনভয় যাওয়ার সময় 'চোর স্লোগান' তৃণমূলের

Continues below advertisement

ABP Ananda Live: নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ( Abhijit Ganguly) কনভয় যাওয়ার সময় 'চোর স্লোগান' তৃণমূলের (TMC)। বিজেপির মিছিল থেকে পাল্টা স্লোগান । মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণের প্রতিবাদ, দাবি তৃণমূলের। এসব করে কোনও লাভ হবে না, গুরুত্ব দিতে নারাজ বিজেপি। অন্যদিকে,  'নরেন্দ্র মোদি (Narendra Modi) উন্নয়নের নামে ভোট চাইছেন', 'মোদি টাকা দিচ্ছেন, লুঠ করছে তৃণমূল সরকার', 'মোদি ফের প্রধানমন্ত্রী হলে পাক অধিকৃত কাশ্মীর ভারতে চলে আসবে','অসম্ভবকে সম্ভব করার নাম নরেন্দ্র মোদি', 'চোরেদের পার্টি তৃণমূল কংগ্রেস', 'মামলা আর হামলা করে দল চালাচ্ছে তৃণমূল', 'মনে রাখবেন, অনেক মস্তানকে সোজা করেছি', 'সন্দেশখালির বাঘ এখন নেংটি ইঁদুর হয়ে গেছে', কাঁথির রামনগরের সভা থেকে মন্তব্য শুভেন্দুর (Suvendu Adhikari)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram