Abhishek Banerjee:'উৎসবের মেজাজে ভোট হচ্ছে চারদিকে', মন্তব্য অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের।ABP Ananda Live

ABP Ananda Live: উৎসবের মেজাজে ভোট (Lok Sabha Elections 2024)  হচ্ছে চারদিকে, আজ মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে গিয়ে এমনই মন্তব্য় করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। যদিও ভোট হিংসার একাধিক উদাহরণকে সামনে রেখে, তৃণমূলের এই দাবিতে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। 

প্রার্থী ডায়মন্ড হারবারের। ভোটার কলকাতা দক্ষিণের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মিত্র ইনস্টিটিউশন (Mitra Institution) থেকে বেরিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় দাবি করলেন, উৎসবের মেজাজে ভোট হচ্ছে! কিন্তু ডায়মন্ড হারবারে তাঁরই দুই বিরোধী দলের প্রার্থী উগড়ে দিলেন ক্ষোভ! 

আহত সিপিএম সমর্থক, অভিযুক্ত তৃণমূল, বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, CC ক্য়ামেরার 'মুখ ঘোরানো', 'ভুয়ো এজেন্ট' ধরলেন সিপিএম প্রার্থী। এই ছবিও উঠে এসেছে আজকের ভোটে। জেনে নিন আরও খবর।                 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola