Lok Sabha Elections 2024।২ তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে ভাঙড়ে গ্রেফতার ১ আইএসএফ কর্মী। ABP Ananda

Continues below advertisement

ভোট-পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত ভাঙড়। দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ আইএসএফ-এর বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধেও এক আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ। পরস্পরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ আইএসএফ-তৃণমূলের। ঘটনায় এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল কর্মীদের ৫টি বাইক আটক করা হয়েছে।

আজকের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর: রাত পোহালেই জানা যাবে দেশের রায়। রাজ্যের ৪২টি আসনে ভোট গণনা হবে ৫৫টি কেন্দ্রে। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। চলছে সিসি ক্যামেরায় ২৪ ঘণ্টার নজরদারি।

পুনর্নির্বাচনেও অশান্তি। বারাসাতের কদম্বগাছিতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথে গেলে বিজেপি নেতা সঙ্গে পুলিশের বচসা। কাকদ্বীপেও একটি বুথে চলছে ভোটগ্রহণ।


যেন নন্দীগ্রামে গণনাকাণ্ডের পুনরাবৃত্তি না হয়। গণনা শেষ না হওয়া পর্যন্ত বসে থাকবেন। ভার্চুয়াল বৈঠকে নেতাদের বার্তা অভিষেকের। ফল বুঝতে পারছেন, খোঁচা দিলীপের।

কালীগঞ্জে বিজেপি কর্মী খুনে এখনও অধরা মূল অভিযুক্ত। খুনের কথা আগেই জানত পুলিশ, চাঞ্চল্যকর অভিযোগ নিহতের পরিবারের। সিবিআই দাবি।


পুরনো মামলার নিষ্পত্তির কথা বলে ডেকেছিল পুলিশ, দাবি নিহত বিজেপি কর্মীর বাবার। জমি সংক্রান্ত বিবাদে পুরনো শত্রুতার জেরে খুন, দাবি পুলিশের।

সন্দেশখালিতে ভোটের দিন হামলার অভিযোগে পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার। রাস্তায়
নামলেন মহিলারা। আটক করে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে ছিনতাই।

ভোট-পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। আহত দুপক্ষেরই বেশ কয়েকজন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram