Amit Shah: মোদিজি সারা দেশের গরিব মানুষের জন্য কাজ করেছেন: অমিত শাহ। ABP Ananda Live

West Bengal News: 'মালদায় (Malda) পৌঁছতে দেরী হয়েছে বলে মালদার মানুষ, মা-বোনদের কাছে মাফ চাইছি'। 'মোদিজি (Narendra Modi) ৫০০ বছর পরে রাম মন্দির তৈরি করেছেন'। ' বাংলায় ১৮ আসনে জেতার পর রামমন্দির তৈরি হয়েছে'। 'তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস দুজনেই রামমন্দিরের বিরোধিতা করেছিল'। 'বাংলায় আমাদের টার্গেট ৩৫টি আসন'। 'বাংলায় জিতলে আমরা অনুপ্রবেশকারীদের থেকে বাংলাকে মুক্ত করব'। 'মোদিজি সারা দেশের গরিব মানুষের জন্য কাজ করেছেন'।'১২ কোটির বেশি শৌচালয় বানানো হয়েছে'।' ৪ কোটির বেশি মানুষ নিজের বাড়ি পেয়েছেন', মালদার সভা থেকে মন্তব্য অমিত শাহর (Amit Shah)। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola