Bhangar News: ভাঙড়ে তৃণমূলের পার্টি অফিসে আগুন! অভিযুক্ত ISF। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড় (Bhangar)। তৃণমূলের পার্টি অফিসে আগুন, অভিযুক্ত আইএসএফ। আগুন লাগানো হয়েছে তৃণমূল সমর্থকের দোকানেও। অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। 

অন্য়দিকে, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন গোড়াতেই। যত বেলা গড়িয়েছে পুলিশের সঙ্গেও সংঘাতে জড়িয়েছেন তিনি। ঘাটালের আনন্দপুরে সাধারণ মানুষের সঙ্গেও বাদানুবাদে জড়ালেন বিজেপি-র প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হিরণ এসে গোলমাল বাঁধিয়েছেন, ভোটদানে বাধা দিচ্ছেন বলে অভিযোগ তুললেন সাধারণ মানুষ। পুলিশ আধিকারিকের সঙ্গেও তীব্র বচসা বাধে বিজেপি-র তারকা প্রার্থীর। সেই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের প্রার্থী দেব।  এ নিয়ে দেব বলেন, "তিন মাস ধরে মিথ্যে বলে বলে কাটালেন। আজও হেডলাইনে থাকার চেষ্টা করছেন। ওঁকে শুভেচ্ছা। অন্য প্রার্থীদেরও শুভেচ্ছা। ঘাটালের মানুষজনকে বলব, পছন্দের প্রার্থীকে ভোট দিন।" কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের হাতে বিক্রি হয়ে গিয়েছে বলে দাবি করেন হিরণ। দেবের দাবি, আজ সারাদিন এসবই চলবে। মানুষকে ভোটাধিকার প্রয়োগে আহ্বান জানান দেব। তারপরও হাসিমুখে অনুরাগীদের সঙ্গে সেলফি তুুললেন দেব!

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram