Lok Sabha Elections 2024: বিজেপি কর্মীদের বাস ভাঙচুর! বাস লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ!

Continues below advertisement

Lok Sabha Elections 2024: প্রধানমন্ত্রীর সভায় যোগ দেওয়ার জন্য বিজেপি কর্মীদের বাস ভাঙচুর, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বাস লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। অশোকনগরে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে বারাসাত থেকে এসেছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা।

অন্য়দিকে, 'তৃণমূল কংগ্রেসের (TMC) এমএলএ বলেছে হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে', 'বলেছিলাম তৃণমূল কংগ্রেস নিজেদের ভুল স্বীকার করে নিক''কিন্তু তৃণমূল সাধু-সন্তদের গালাগাল দিচ্ছে', 'রামকৃষ্ণ মিশন, ইস্কন, ভারত সেবাশ্রমের সাধু-সন্তদের অপমান করছে তৃণমূল কংগ্রেস', 'নিজেদের ভোটব্যাঙ্কের জন্য সব কাজ করছে তৃণমূল কংগ্রেস', আক্রমণ মোদি। অন্য়দিকে, সপ্তম দফার ভোটের আগে বাংলার ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদি , 'গোটা দেশের মধ্যে বাংলায় সবচেয়ে ভালো ফল করবে বিজেপি', 'বাংলায় অস্তিত্ব রক্ষার লড়াই তৃণমূলের'।এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দাবি প্রধানমন্ত্রীর। পাশাপাশি, 'বাংলায় ওবিসি-দের ধোঁকা দিয়েছে তৃণমূল কংগ্রেস', 'কলকাতা হাইকোর্ট বলেছে মুসলমানদের ৭৭ টি জাতিকে ওবিসি ঘোষণা করা সংবিধানবিরোধী', 'লক্ষ লক্ষ ওবিসি-র অধিকার লুঠ করেছে তৃণমূল কংগ্রেস', আক্রমণ নরেন্দ্র মোদির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram