Lok Sabha Elections 2024: বুথে এজেন্ট বসানোকে কেন্দ্র করে ভাঙড়ে ISF-তৃণমূল খণ্ডযুদ্ধ।ABP Ananda Live
ABP Ananda Live: বুথে এজেন্ট বসানোকে কেন্দ্র করে ভাঙড়ের (Bhangar) নলমুড়িতে ISF-তৃণমূল খণ্ডযুদ্ধ। মাথা ফেটেছে উভয়পক্ষের বেশ কয়েকজনের। পুলিশকে ধরে বিক্ষোভ দেখান ISF কর্মী, সমর্থকরা। ভয়ে বুথমুখো হতে চাইলেন না অনেক ভোটার।
অন্য়দিকে, শেষ দফার ভোটে দফায় দফায় অগ্নিগর্ভ সন্দেশখালি। পুলিশ-গ্রামবাসী খণ্ডযুদ্ধ। গ্রামবাসীদের ইটবৃষ্টি, পাল্টা ইট ছুড়ল পুলিশ। পুলিশি অত্যাচারের অভিযোগে মহিলাদের মিছিল। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের কাঁদানে গ্যাস। এবার সন্দেশখালির (Sandeshkhali Chaos) রাজবাড়িতে উত্তেজনা। পুলিশি অত্যাচারের প্রতিবাদে মহিলাদের মিছিল। কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের। বাসন্তী হাইওয়ের (BJP Police Clash) উপর পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ হয়। সন্দেশখালির চুঁচুড়া মোড়ে রাস্তা অবরোধ করা হয়। হাতে লাঠি, ইট। রাস্তায় নামলেন গ্রামবাসীরা। একজনকে গ্রেফতার করা হয়েছে। তার প্রতিবাদেই রাস্তায় নেমে বিক্ষোভ। ভোট (Lok Sabha Election 2024) চলাকালীনই এমন উত্তেজনা। রাস্তার প্রায় সম্মুখসমরে গ্রামবাসী ও পুলিশ। তীব্র বাদানুবাদের মধ্য়েই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হতে থাকে। পাল্টা লাঠি হাতে তাড়ায় পুলিশ। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্য়াস ছোড়ে পুলিশ।