Lok Sabha Elections 2024: মথুরাপুরের কাকদ্বীপে পুনর্নির্বাচনেও অশান্তি! ABP Ananda Live
ABP Ananda Live: বারাসাতের (Barasat) কদম্বগাছির পুনরাবৃত্তি মথুরাপুরের কাকদ্বীপে (Kakdwip)। মথুরাপুরের কাকদ্বীপে একটি বুথে পুনর্নির্বাচনেও অশান্তি। বুথে বিজেপি প্রার্থী পৌঁছলে পুলিশের সঙ্গে বচসা।
কাল ফল ঘোষণা, আজ দুই ২৪ পরগনার দুটি বুথে চলছে পুনর্নির্বাচন। বারাসাত (Barasat) লোকসভার কদম্বগাছিতে পুনর্নির্বাচন চলাকালীন উত্তেজনা। বিজেপি নেতা কাসেম আলি বুথে ঢুকতে গেলে পুলিশি বাধা। পুলিশের সঙ্গে বচসা বিজেপি নেতা কাসেম আলির। মথুরাপুরের কাকদ্বীপে ২৬ নম্বর বুথে চলছে ভোটগ্রহণ। এই দুটি বুথেই ছাপ্পা ভোটের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। যদিও এই দুটি বুথ ছাড়াও শতাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি জানায় বিজেপি। দুটি বুথেই এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে চলছে ভোটগ্রহণ। জেনে নিন আজকের আরও গুরুত্বপূর্ণ খবর।
Tags :
Mathurapur Kakdwip Lok Sabha Elections 2024 Lok Sabha Polls 2024 Lok Sabha Election 2024 Date Lok Sabha Election 2024 Schedule India General Election India General Election Schedule Lok Sabha Elections Result 2024 Lok Sabha Polls 2024 Date Lok Sabha Polls Result 2024 Date Elections 2024