Lok Sabha Elections 2024: 'বেশিদিন চুপ করে থাকলে মানুষ ভাববে আমি চুরি করেছি', মন্তব্য দেবের

ABP Ananda Live: 'আমার নাম তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই পিছনে লেগে আছেন হিরণ', 'যখন সমস্ত কিছু ফেল হল, তখন খবর আসে প্রতিটি বিধানসভায় টাকা বিলি করছে বিজেপি, ভোট কেনা হচ্ছে', 'কালকে অভিযোগ করা হচ্ছে আমার কাছে নাকি গরু চুরির টাকা আছে', 'কালকে আমার মনে হয়েছে এবার উত্তর দেওয়ার সময় এসেছে', 'হিরণ-শুভেন্দু অধিকারী চেষ্টা করেছেন আমার বদনাম করার জন্য', 'দলীয় কর্মী খুন দিয়ে প্রচার শুরু করেছিল বিজেপি, হাইকোর্ট সেই অভিযোগ খারিজ করে দিয়েছে''ইডি-সিবিআই আমার পিছনে আড়াই বছর ধরে আমার পিছনে লেগে ছিল', 'আমাকে ফাঁসানোর জন্য আমার নাম নেওয়া হয়েছিল', 'বেশিদিন চুপ করে থাকলে মানুষ ভাববে আমি চুরি করেছি', 'টাকা বিলিয়ে ভোট কেনা হচ্ছে, পুলিশ একটা গাড়ি ধরতে পেরেছে', 'প্রতিটি বিধানসভায় ৫০ লক্ষ টাকা নিয়ে ঘুরছে বিজেপি ভোট কেনার জন্য', সাংবাদিক বৈঠকে বললেন দেব।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola