Lok Sabha Elections 2024: আজ মালদায় প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়ের সমর্থনে দেবের রোড শো। ABP Ananda Live

West Bengal News: মালদা (Malda) উত্তরের তৃণমূল প্রার্থীর সমর্থনে দেবের রোড শো (Dev Road Show)। পাশাপাশি আজঅ গদ্দার বিতর্কে ফের মুখ খুললেন দেব (Dev), 'আমার কাছে গদ্দার শব্দের মানে আলাদা', 'দলে থেকে দল বিরোধী মন্তব্য করা হল গদ্দারি', 'এর মধ্যেই পরিষ্কার কে গদ্দার, কে গদ্দার নয়', 'কুণালদাকে (Kunal Ghosh) নিয়ে আমার কিছু বলার নেই', 'উনি দক্ষ রাজনীতিবিদ, দলের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়েছে', 'দলে থেকে নির্বাচনের সময় কী বলছি, কী করছি সেটা গুরুত্বপূর্ণ', 'দলের বাইরে বেরিয়ে গিয়ে যা খুশি বলা যেতে পারে', 'দলের মধ্যে থেকে বিভ্রান্তি তৈরি করতে আমি বিশ্বাস করি না', মালদার রতুয়ায় মন্তব্য দেবের (Dev)। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola