Lok Sabha Elections 2024: বুথ ফেরৎ সমীক্ষা নিয়ে কী বললেন দিলীপ ঘোষ? ABP Ananda Live

ABP Ananda Live: আগামীকাল ভোটের ফলপ্রকাশ। এদিকে ইতিমধ্যেই বুথ ফেরৎ সমীক্ষা নিয়ে আলোচনা তুঙ্গে। এদিকে এবিপি সি ভোটার-সহ অধিকাংশ বুথ ফেরৎ সমীক্ষাতেই পাল্লা ভারি NDA-এর। যদিও I.N.D.I.A জোটের সরকার গড়ার বড় দাবি শোনা গিয়েছে কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি খাড়গের মুখে। গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বলেছেন, 'সব ঠিক গেলে বিজেপি ক্ষমতায় আসছে না।' সবকিছু নিয়েই আজ প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখ খুললেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Burdwan Durgapur BJP Candidate Dilip Ghosh )।

বুথ ফেরত সমীক্ষা মানি না বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলবেন ? এই প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ বলেছেন, 'যেমন আশা ছিল সেদিকেই পরিস্থিতি যাচ্ছে। NDA ৪০০ এর কাছাকাছি। বিজেপি ৩৭০। পশ্চিমবঙ্গে ২৫ থেকে ৩০। কেউ কেউ ৩১ পর্যন্ত দেখিয়েছেন। মমতার সমস্যা হল, কোর্ট বিরুদ্ধে রায় দিলে মানেন না। এক্সিট পোল তাঁর বিরুদ্ধে গেলে উনি মানেন না। কিন্তু কাল ৪ তারিখ যেটা বেরোবে, সেটা তো মানতেই হবে।' 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola