Lok Sabha Elections 2024: হবিবপুরে আক্রান্ত মহিলা থানার IC! কী প্রতিক্রিয়া BSF-র প্রাক্তন আইজি সমীর মিত্রর?
Continues below advertisement
West Bengal News: মালদার (Malda) হবিবপুরে (Habibpur) ভোটের ডিউটিতে এসে আক্রান্ত শিলিগুড়ি (Siliguri) মহিলা থানার আইসি। মহিলা থানার আইসি-র মাথা ফেটেছে। ইটের ঘায়ে আহত হয়েছেন এক মহিলা এএসআই-ও। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে কয়েকজন গ্রামবাসীও আহত হয়েছেন বলে অভিযোগ। রাস্তা ও সেতুর দাবিতে গতকাল হবিবপুরের মঙ্গলপুরায় একটি বুথে ভোট বয়কট করেন গ্রামবাসীরা । স্থানীয়দের অভিযোগ, বহিরাগতদের এনে ভোট করানোর চেষ্টা করছিলেন বিডিও, এসডিও-রা। বিডিও, এসডিও, ভোট কর্মীদের আটকে রাখেন গ্রামবাসীরা। উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়, পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ABP Ananda Live
Continues below advertisement