Lok Sabha Elections 2024: ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা! ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে হাইকোর্টে (Calcutta Highcourt) জনস্বার্থ মামলা। হাইকোর্টের দ্বারস্থ আইনজীবীদের একাংশ। বিচারপতি কৌশিক চন্দের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি, দুপুর ২টোয় শুনানি।

নারকেলডাঙায় বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির। বিজেপির পার্টি অফিসের সামনে মোতায়েন পুলিশ। 

অন্য়দিকে পাত্রসায়রের পর কোতুলপুর। বিষ্ণুপুর লোকসভায় সৌমিত্র খাঁ-র, জয়ের পরেও আক্রান্ত বিজেপি। কোতুলপুরের কোয়ালপাড়ায়। বিজেপি কর্মী, সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে বিজেপি কর্মী, সমর্থকদের। বাড়ির সামনে আতসবাজি পোড়াচ্ছিলেন তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীরা প্রতিবাদ করায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ভাঙচুর চালানো হয় বাড়িতে। লাগাতার হামলা হলে মারের পাল্টা মার হবে, হুঁশিয়ারি বিজেপির। বিষ্ণুপুর লোকসভায় অল্প ব্যবধানে । জিতে নিজেরা কোন্দলে জড়িয়ে পড়েছে, দাবি তৃণমূলের। এর আগে পাত্রসায়রে বিজেপি পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি, বিজেপি নেতার বাড়িতেও হামলা হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram