Lok Sabha Elections 2024: কেশপুরে এজেন্টদের ভয় দেখানো হচ্ছে, অভিযোগ হিরণ চট্টোপাধ্য়ায়ের! ABP Ananada Live

Continues below advertisement

ABP Ananda Live: কেশপুরে এজেন্টদের ভয় দেখানো হচ্ছে, অভিযোগ ঘাটালের বিজেপি প্রার্থী। গ্রামে এজেন্টদের বাড়ি থেকে নিয়ে এসে বুথে বসালেন হিরণ চট্টোপাধ্যায়। তৃণমূলের লোক এজেন্টকে মেরে তাড়িয়ে দিয়েছিল, আপনারা কোথায় ছিলেন, বুথে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন ঘাটালের বিজেপি প্রার্থীর। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী আর তৃণমূল কংগ্রেস একসঙ্গে নেমে পড়েছে তাঁকে হারাতে। কিন্তু মানুষ ভোট দিয়ে তাঁকে জেতাবে। মোদিকে জেতাবে। কারণ আসলে এটা মোদিজির ভোট। দাবি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের। 

উল্লেখ্য়, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ঘাটালে বিজেপি-র প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ (Hiran Chatterjee)। কেন্দ্রীয় বাহিনীকে (Central Forces) কোথাও দেখা যাচ্ছে না বলে অভিযোগ করছেন তিনি। হিরণের দাবি, রাতে ঘুমিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলকে জেতাতে কেশপুর এবং আনন্দপুরের দুই ওসি তৎপর হয়ে উঠেছেন বলেও অভিযোগ করেছেন তিনি। কমিশন যদিও অভিযোগ অস্বীকার করেছে। (Hiran Chatterjee)।  শুধুমাত্র শাসকদলই নয়, পঞ্চম দফায় ভোটগ্রহণের সময় থেকে বিজেপি-র প্রার্থীরাও বিভিন্ন সময়ে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে আসছেন। শনিবার ষষ্ঠ দফায় ভোটগ্রহণ শুরু হলে আবারও একই অভিযোগ তুললেন হিরণ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram