Mala Roy Campaign: লেক রোডে প্রচার সারলেন মালা রায়। ABP Ananda Live

ABP Ananda Live: লেক রোডে প্রচার সারলেন মালা রায় (Mala Roy)। পথসভায় হাজির ছিলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী ও প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। এবার বিপুল ভোটে জিতবেন গতবারের জয়ী সাংসদ মালা রায়, আশাবাদী তৃণমূল। পয়লা জুন শেষ দফায় কলকাতা দক্ষিণে ভোট। প্রচারের জন্য হাতে রয়েছে দিন সাতেক। তাই জনসংযোগে খামতি রাখতে চাইছে না কোনও দলই। বৃহস্পতিবার ৮৭ নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী মালা রায়। লেক রোডের পথসভায় হাজির ছিলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী, প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। মালা রায়ের সমর্থনে প্রচার-মঞ্চে ছিলেন দেবাশিস কুমার, অরূপ চক্রবর্তী, বৈশ্বানর চট্টোপাধ্যায় ও ৮৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা বসু-সহ তৃণমূল নেতৃত্ব। কলকাতা দক্ষিণে গতবারের জয়ী সাংসদ মালা রায়ের। প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী। সিপিএমের হয়ে এই কেন্দ্র থেকে লড়ছেন সায়রা শাহ হালিম। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola