Lok Sabha Elections 2024: মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালি! তোলপাড় রাজ্য় রাজনীতিতে। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: প্রদেশ কংগ্রেস অফিসে মল্লিকার্জুন খাড়গের ছবিতে লেপা হল কালি। পোস্টারে তৃণমূলের দালাল বলে কটাক্ষ করা হয়েছে। ঘটনার কড়া নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁরই নির্দেশে এন্টালি থানায় অভিযোগ জানিয়েছে কংগ্রেস। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরোধিতা প্রসঙ্গে, অবস্থান আরও কড়া করে যখন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিকে স্পষ্ট বার্তা দিলেন অধীর চৌধুরী, তখন, রবিবার প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে দেখা গেল এই ছবি। মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালি, একটা নয়, পরপর তিনটে হোর্ডিংয়েরই একই পরিণতি।!!!মল্লিকার্জুন খাড়গেকে আরও কড়া বার্তা অধীর চৌধুরীর। খাড়গের ছবিতে কালি লেপল কে? তৃণমূলের ওপর দোষ চাপালেন সৌম্য় আইচ রায়। এদিন প্রথমে হোর্ডিং থেকে মুছে দেওয়া হয় কালির দাগ। তারপর দুধ দিয়ে তা ধোয়া হয়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram