Mamata Banerjee: কেউ ক্যামেরা নিয়ে ধ্যান করে? মোদিকে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: কাল থেকে ২ দিন ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী, তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর কেউ ক্যামেরা নিয়ে ধ্যান করে? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের

অন্য়দিকে, শেষদফা ভোটের আগে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজেপি ও সিপিএমের যোগসাজশের অভিযোগ তৃণমূল নেত্রীর। 'দমদমে বিজেপির ভোট সিপিএমে দেওয়ার চক্রান্ত হয়েছে'।'বরানগর উপনির্বাচনে সিপিএমের ভোট যাবে বিজেপিতে'।বারুইপুরের সভা থেকে অভিযোগ তৃণমূল নেত্রীর। ঠিক কী বলেছেন তিনি? 'আমরাই তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটকে সমর্থন দিয়ে দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার বানাব। কিন্তু, সিপিএম-কংগ্রেসকে দয়া করে ভোট দিয়ে আপনার ভোটটা কাটবেন না, তাতে বিজেপির লাভ হবে। কিছুক্ষণ আগে আমি একটা কথা শুনছিলাম, কিছু কিছু জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। একটা জায়গার নাম তো আমি বলেই দিতে পারি। দমদম। ওখানে ওদের একজন পুজনীয় সিপিএমের নেতা দাঁড়িয়েছেন। তাঁর সাথে বিজেপির  কথা হয়েছে। লোকসভায় ভোটটা সিপিএম বিজেপিকে দেবে। আর বিধানসভায় ভোটটা, একটা বিধানসভা উপনির্বাচন চলছে,যেটা হচ্ছে বরানগর, সেখানে সিপিএমের ভোটটা বিজেপিতে আসবে। শুনুন এই রাজনীতি আমি করি না। এই জন্যই আমি চিরকাল কংগ্রেস করার পরও যদি তৃণমূল কংগ্রেস তৈরি না করতাম আর আপনারা আমার সাথে না থাকতেন, তাহলে আজও সিপিএমকে বাংলা থেকে আমরা বিদায় করতে পারতাম না। অত্য়াচারীদের বিদায় করতে পারতাম না।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram