Narendra Modi: কেদারনাথের গুহার পর এবার কন্যাকুমারীর 'বিবেকানন্দ রকে' ধ্যানে বসলেন নরেন্দ্র মোদি
ABP Ananda Live: সন্ধে থেকে কন্যাকুমারীতে ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। শনিবার সন্ধে পর্যন্ত বিবেকানন্দ রকে ধ্যান করবেন মোদি। প্রধানমন্ত্রীর ধ্যান নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। প্রচার শেষেও প্রচারে থাকার কৌশল মোদির, অভিযোগ মমতার।
মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গ। কেদারনাথের গুহার পর এবার কণ্যাকুমারীর 'বিবেকানন্দ রকে' ধ্যানে বসলেন নরেন্দ্রমোদি। এদিন, কপ্টারে করে কণ্যাকুমারী পৌঁছনোর পর, মা কণ্যাকুমারীর মন্দিরে, ভগবতী আম্মান মন্দিরে আসেন নরেন্দ্র মোদি। শ্বেত-শুভ্র পোশাকে, হাত জোর করে মন্দিরে প্রবেশ করেন তিনি। পুজো দেন। সারা দেশ ঘুরে তামিলনাড়ুর কন্যাকুমারীতে এসেছিলেন স্বামী বিবেকানন্দ। মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে শিলায় বসে ধ্যান করেছিলেন। যা পরে পরিচিত হয় 'বিবেকানন্দ রক' নামে। এখানেই ‘ধ্যানমণ্ডপমে’ ধ্যানে বসলেন নরেন্দ্র মোদি। এর আগে দু-বার লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের আগে ধ্যানে বসেছিলেন তিনি। ২০১৪ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গে।