Narendra Modi: কন্যাকুমারীর ধ্যানে 'নতুন কী সংকল্প' মোদির? ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: কন্যাকুমারীর ধ্যানে 'নতুন সংকল্প' মোদির (Narendra Modi)। ভোটের ফলপ্রকাশের আগের দিন 'নতুন সংকল্পে'র কথা জানালেন প্রধানমন্ত্রী। 'দেশ গঠনে নতুন করে স্বপ্ন দেখতে হবে'। '২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ে তুলতে হবে'। 'নতুন ভিশন হবে - রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম'। 'জাতির উদ্দেশে ২৫ বছর উৎসর্গ করতে হবে'। 'আগামী ২৫ বছরে নতুন ভারতের ভিত্তি মজবুত করতে হবে'। 'দ্রুত এগিয়ে চলো, উন্নত ভারত গড়ো'। ব্লগ লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ভোট মিটতেই ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নিউটাউনের সুলংগুড়িতে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। তৃণমূল কর্মী অনুপ বিশ্বাসের অভিযোগ, গতকাল রাতে কাজ থেকে ফেরার সময়, সুলংগুড়ি দক্ষিণপাড়ায় তৃণমূল পার্টি অফিসের সামনেই তাঁর বাইক আটকে মারধর করা হয়। অভিযুক্তরা জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য অনুপম বিশ্বাসের অনুগামী বলে আক্রান্তের দাবি। নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মী। অভিযোগকারী বিজেপির হয়ে লোকসভা ভোটে কাজ করেছে, গোষ্ঠীকোন্দলের কথা অস্বীকার
করে দাবি তৃণমূল নেতৃত্বের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram