Narendra Modi: '৪ জুন নতুন ইতিহাস রচিত হবে, ফের মোদি সরকার', বারুইপুরের সভা থেকে মন্তব্য মোদির

Loksabha Election 2024: '৪ জুন নতুন ইতিহাস রচিত হবে, ফের মোদি সরকার', 'এইবার তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের কেল্লা ধসে পড়বে', 'মানুষ জানে সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেসকে দেওয়া', 'পর্দার পিছনে খেলা চলছে, তৃণমূল কংগ্রেস ও সিপিএম মুদ্রার এপিঠ-ওপিঠ','মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন, তাহলে সিপিএমকে ভোট দিয়ে লাভ কী ?', 'যখন মোদি সরকার ক্ষমতায় আসবে সবাই জানে, তাহলে বিজেপিকেই ভোট দিন', 'দেশের জন্য লক্ষ্য আছে তৃণমূল কংগ্রেসের ? শুধু নিজের ভোটব্যাঙ্কের জন্য কাজ করছে তৃণমূল কংগ্রেস', 'বাংলার যুবকদের জন্য কোনও কাজ করেনি তৃণমূল কংগ্রেস', 'সিপিএম-তৃণমূল কংগ্রেস বাংলাকে ধ্বংস করেছে', 'দুটো দল আলাদা, কিন্তু দুটো দলই তুষ্টিকরণের রাজনীতি করে', 'দুটো দলই গণতন্ত্রবিরোধী', 'পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা ভোটে সবসময় হিংসা', 'টিএমসির এটা টেরর মডেল, এটা দেশের সামনে প্রকাশ পাচ্ছে', 'বাংলায় মহিলাদের অত্যাচার হয়, পরে শেখ শাহজাহানকে বাঁচাতে নোংরা খেলা খেলা হয়'. 'তৃণমূলের রাজনীতি শুধু ভোটব্যাঙ্কের জন্য', বারুইপুরের সভা থেকে বার্তা মোদির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola